পাকিস্তানের চতুর্থ উইকেটের পতন, আশা বাড়ছে শান্তদের

অনলাইন ডেস্ক: রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ১১৭ রানের লিড পাওয়া বাংলাদেশ আজ রোববার পঞ্চম ও শেষ দিন স্বাগতিকদের চতুর্থ উইকেটের পতন ঘটিয়ে জয়ের আশা জাগিয়েছে। এ প্রতিবেদন লেখার সময় স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩০ ওভারে ৯০/৪। আব্দুল্লাহ শফিক ২৯ ও মোহাম্মদ রিজওয়ান ১৩ রানে ব্যাট করছিলেন। তারা দুই ইনিংস মিলে ২৭ রানে পিছিয়ে ছিল।

এর আগে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান প্রথম ইনিংস ঘোষণা করে। পরে বাংলাদেশ সব উইকেট হারিয়ে ৫৬৫ রানের সৌধ গড়ে, যা নিজেদের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ও পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মুশফিকুর রহিম করেন ১৯১ রান। এছাড়া ফিফটি করেন সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

শনিবার চতুর্থ দিন বিকালে পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুবকে ফেরান শরিফুল ইসলাম। আজ সকালে শান মাসুদকে উইকেটকিপারের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফরান হাসান মাহমুদ। এরপর বাবর আজমকে বোল্ড করেন তরুণ পেসার নাহিদ রানা। চতুর্থ উইকেটের পতন ঘরে সাকিব আল হাসানের ঘূর্ণিতে। তার বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন সৌদ শাকিল।

Related Articles

Back to top button