বলিউডে থিতু হতে পারছেন না প্রজ্ঞা

অনলাইন ডেস্ক: প্রজ্ঞা জয়সওয়াল একজন ভারতীয় অভিনেত্রী, যিনি মূলত তেলেগু চলচ্চিত্রে কাজ করেন জয়সওয়াল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথ এবং সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার তার বুলিতে।

২০১৪ সালে তামিল ভাষার চলচ্চিত্র ‘বিরাটত্ত’র মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তেলেগু পিরিয়ড ড্রামা কাঞ্চের (২০১৫) মাধ্যমে আলোচনায় আসেন এই অভিনেত্রী। ‘টিটু এমবিএ’-এর মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে তার যাত্রা শুরু। তারপর আবার দক্ষিণের সিনেমায় মন দেন।

দীর্ঘ বিরতির পর আবার বলিউডে ২০২৪-এর ১৫ আগস্ট মুক্তি পেল তার কমেডি মুভি ‘খেল খেল মে’। সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বাণি কাপুর, তাপসী পান্নু প্রমুখ। একই সময়ে ‘স্ত্রী-২’ ও ‘ভেদা’ মুক্তি পাওয়ায় ‘খেল খেল মে’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। বলা যায় এই অভিনেত্রীর এখন খারাপ সময় যাচ্ছে।

Related Articles

Back to top button