শাকিবের পক্ষ থেকে গাড়ি উপহার পেল পরীর ছেলে

অনলাইন ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের (পুণ্য) জন্মদিন ছিল গেল ১০ আগস্ট। দুই শেষ করে তিন বছরে পা রাখে পুণ্য। ঘরোয়াভাবে হলেও জন্মদিনে আয়োজনের কমতি রাখেননি পরী। পছন্দের মানুষদের নিয়ে বিশেষ এ দিনটি উদযাপন করছেন বিশ্বসুন্দরী’খ্যাত এই অভিনেত্রী। পরীর ছেলের জন্মদিন উপলক্ষে একটি গাড়ি উপহার পাঠিয়েছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক। গতকাল শনিবার রিমার্ক থেকে পাওয়া পুণ্যের জন্মদিনের বিশেষ উপহারের ভিডিওটি পোস্ট করেন পরী।

১ মিনিট ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শাকিব খানের রিমার্ক-হারল্যান স্টোর থেকে আসা ‘হ্যাপি বার্থ ডে’ লেখা একটি বড় উপহারের বক্স খুলছেন পরীমণি। আর সেই বক্সের মধ্যেই ছিল একটি লাল রঙের গাড়ি। যেটি বসে বাড়িতে ঘুরে বেড়িয়েছে পরীপুত্র।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় শাহীম মুহাম্মদ রাজ্যের। শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর পরীমণি কাছেই বেড়ে উঠছে পুণ্য। মাস কয়েক আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী। নাম রাখেন- সাফিরা সুলতানা প্রিয়ম। ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মকে নিয়েই কাটছে অভিনেত্রীর সংসার।

Related Articles

Back to top button