মহেশখালীতে পাহাড়ধসে বাবার মৃত্যু, মেয়ে আহত
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে পাহাড়ধসে আবদুস শুক্কুর ওরফে মনু মিয়া (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর মেয়ে মোস্তফা খানম (২০)। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টির মধ্যেই সকালে আবদুস শুক্কুরের বসতঘরে পাহাড় ধসে পড়ে। এ সময় বসতঘরের মাটির দেয়ালে চাপা পড়ে আবদুস শুক্কুরের মৃত্যু হয়। একইভাবে দেয়ালে চাপা পড়ে তাঁর মেয়ে মোস্তফা খানম আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
নিহত শুক্কুরের ছেলে জয়নাল আবেদীন বলেন, পাহাড়ধসের সময় তাঁর বাবা ঘুমিয়ে ছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। ঘরে তাঁর মা থাকলেও তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। পাহাড়ধসে আবদুস শুক্কুরের মৃত্যুর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা নিশ্চিত করেছেন।