ভারত ছাড়া কোনো দেশ শেখ হাসিনাকে রাখতে রাজি হচ্ছে না: দুলু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, সারা বিশ্বের অনেক দেশেই শেখ হাসিনা আশ্রয় চেয়ে বেড়াচ্ছেন। কিন্তু ভারত ছাড়া কোনো দেশেই তাকে রাখতে রাজি হচ্ছে না। শেখ হাসিনা অচল হয়ে গেছে, যে কারণে তার আর মূল্য নেই। দেশের মানুষের ওপর যে অন্যায় অত্যাচার করেছে সে কারণেই বিশ্বের কোথাও তার স্থান হবে না।

রবিবার (১৮ আগস্ট) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী মেরাজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানকালে এসব কথা বলেন তিনি।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, মেধাবী শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছিল। কি দোষ তাদের? শুধুমাত্র কোটা সংস্কার ছাড়া অন্য কিছুই দাবি করেনি। কিন্তু স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনার হুকুমে দেশের অনেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে। এসবের বিচার এই দেশের মাটিতেই তাদের হবে। কিছুদিন আগেই ক্ষমতায় থাকার সময় রংপুরের একটি জনসভায় আমরা বলেছিলাম। পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে দেন। না হলে শ্রীলঙ্কার মত পালিয়েও আপনাদের রক্ষা হবে না। সৃষ্টিকর্তা তেমনি গজব নাযিল করেছে পালাবার সময় নিজের কাপড়ও নিয়ে যেতে পারেনি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মেরাজের স্মৃতি রক্ষায় বিএনপি উদ্যোগ গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পরে ওই গ্রামে আদিতমারী উপজেলা বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে আসাদুল হাবিব দুলুসহ বিএনপি নেতারা ও নিহত মেরাজের বাবা বক্তব্য রাখেন।

সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জামায়াত ইসলামীর পক্ষ থেকে নিহত শিক্ষার্থী মিরাজের পরিবারকে এক লাখ টাকা প্রদান করা হয়।

উল্লেখ্য, যাত্রাবাড়িতে কোটা বিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেয় মিরাজ। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মিছিলে দুর্বৃত্তদের গুলিতে আহত হয় সে। পরে তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

Related Articles

Back to top button