ট্রাকচালক থেকে ইউটিউবার, এখন মাসে আয় লাখ লাখ রুপি

অনলাইন ডেস্ক: ভারতের ঝাড়খন্ডের ট্রাকচালক রাজেশ রাওয়ানি। দুই দশকের বেশি সময় ধরে এই পেশায় আছেন তিনি। তবে ট্রাকচালকের পরিচয় ছাপিয়ে এখন তিনি জনপ্রিয় ইউটিউবার।

রান্নার প্রতি রাজেশের বিশেষ ভালো লাগা আছে। মূলত এই ভালো লাগা থেকেই তিনি একটি ইউটিউব চ্যানেল খোলেন।

‘আর রাজেশ ভ্লগস’ নামের এই ইউটিউব চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ১৮ লাখ ৬০ হাজার।
অনলাইন সাফল্যের সুবাদে রাজেশ একটি নতুন বাড়ি কিনতে সক্ষম হয়েছেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাজেশ তাঁর পেশাজীবন, অর্থনৈতিক অবস্থা নিয়ে খোলামেলাভাবে কথা বলেন।

ট্রাক চালাতে গিয়ে একবার ভয়াবহ দুর্ঘটনায় পড়েছিলেন রাজেশ। দুর্ঘটনা থেকে তিনি প্রাণে বেঁচে যান। তবে দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন। পরিবারের আর্থিক প্রয়োজন মেটাতে তাঁকে ট্রাক চালানো অব্যাহত রাখতে হয়।

রাজেশ বলেন, তিনি ট্রাক চালিয়ে প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার রুপি আয় করেন। পাশাপাশি ইউটিউব চ্যানেল থেকেও তাঁর ভালো অঙ্কের একটা আয় আসে। ভিউয়ের ওপর এই আয় ওঠানামা করে।

সাধারণত তাঁর মাসে চার-পাঁচ লাখ রুপি আয় হয়। তবে তাঁর সর্বোচ্চ আয় হয়েছিল মাসে ১০ লাখ রুপি।

রাজেশের প্রথম ভাইরাল হওয়া ভিডিওটির কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি ভয়েসওভারসহ একটি ভিডিও দিয়েছিলাম। তখন লোকজন আমাকে আমার চেহারা দেখাতে বলেছিল।’

রাজেশ বলেন, তাঁর ছেলে তাঁকে চেহারাসহ একটি ভিডিও করে দেয়। তিনি তা প্রকাশ করেন। এক দিনে সাড়ে চার লাখ ভিউ পায় ভিডিওটি।

ট্রাক চালানোর পাশাপাশি ইউটিউব চ্যানেলে কনটেন্ট প্রকাশ করেন রাজেশ। পরিবারের সমর্থন থাকায় দুটো কাজ একসঙ্গে করতে পারছেন বলে জানান তিনি।

রাজেশ আরও বলেন, তাঁর বাবাও গাড়িচালক ছিলেন। তাঁদের পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। প্রতি মাসে তাঁর বাবা ৫০০ রুপি করে সংসারে দিতেন। এই অর্থ প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত ছিল। তখন পরিবারকে ঋণ করে চলতে হতো।

Related Articles

Back to top button