আল আরাফাহ ইসলামি ব্যাংকের চেয়ারম্যান হলেন পটিয়ার সেলিম রহমান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের পটিয়ার সন্তান সেলিম রহমান।

রবিবার (১৮ আগস্ট) ব্যাংকটি পরিচালনা পর্ষদের ৪০৩তম সভায় সর্বসম্মতিক্রমে সেলিম রহমানকে চেয়ারম্যান নির্বাচিত করেন।

সেলিম রহমান চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের সাইদাঁইর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা।

বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকসহ অন্য একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ ২৪ বছর ধরে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি অপর একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ ২৪ বছর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

Related Articles

Back to top button