আর জি কর আন্দোলন নিয়ে ভারতীয় বাবা–মাকে যা বললেন সূর্যকুমার
অনলাইন ডেস্ক: কলকাতা ফুঁসছে প্রতিবাদ আর ক্ষোভে। সেই প্রতিবাদ আর ক্ষোভের আগুন কলকাতা থেকে পুরো ভারত হয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় এই আন্দোলনে যোগ দিয়েছে সর্বস্তরের মানুষ।
আর জি কর–কাণ্ডের প্রতিবাদে এবার কণ্ঠ মেলালেন ভারতের টি–টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও। ইনস্টাগ্রামে একটি টেমপ্লেট পোস্ট শেয়ার করে প্রতিবাদে অংশ নিয়েছেন তিনি।
সূর্যকুমার যে টেমপ্লেট পোস্টটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন, সেটির শুরুতে ‘আপনার মেয়েকে রক্ষা করুন’ লেখা বাক্যটা কেটে দেওয়া। এরপর নিচে লেখা আছে, ‘আপনার ছেলেকে শিক্ষিত করুন এবং (শিক্ষিত করুন) আপনার ভাই এবং আপনার বাবা এবং আপনার স্বামী এবং আপনার বন্ধুদের।’
সূর্যকুমার অবশ্য আর জি কর ট্র্যাজেডি নিয়ে কথা বলা প্রথম ক্রিকেটার নন। এর আগে প্রতিবাদীদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ভারতের পেসার যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি এবং নারী ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ।
কিছুদিন আগে বুমরা শেয়ার করেছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের একটি ইনস্টাগ্রম স্টোরি। সেখানে লেখা ছিল, ‘আরেকটি নৃশংস ধর্ষণ। মেয়েরা যে কোথাও নিরাপদ নয়, সেটা উপলব্ধি করার আরেকটি দিন। নির্ভয়া ট্র্যাজেডির যে এক দশক পার হয়ে গেছে, আমাদের সেটা মনে করিয়ে দেওয়ার মতো একটি ভয়ানক নৃশংসতা। কিন্তু এখনো কোনো পরিবর্তন হয়নি।’
সিরাজ কয়েকটি পত্রিকার শিরোনাম কোলাজ করে একটি ছবি দিয়ে লিখেছেন, ‘এবার আপনারা কী অজুহাত দেবেন অথবা এটা কি তাঁর (ভুক্তভোগী) দোষ? কারণ, পুরুষ তো পুরুষই, না?’ এ ছাড়া গতকাল ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান ক্লাবের সমর্থকেরা কলকাতার সল্ট লেক স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে আর জি কর–কাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন।