ট্রাইব্যুনালের সামনে অবস্থান নিয়েছেন ভুক্তভোগীদের পরিবার
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা সরকারের শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিনাবিচারে আটক ১১৩ জনকে মুক্তির দাবিতে পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন।
রোববার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এ মানববন্ধন শুরু হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেছে।
এ সময় ৩০ টি মামলায় গ্রেফতার ১১৩ জনকে অবিলম্বে মুক্তির দাবি জানান তারা। এর আগে দেশের বিভিন্ন স্থান থেকে আন্দোলন কারিরা ট্রাইব্যুনালের সামনে আসেন।
স্বজনরা জানিয়েছেন, গত সাত আট বছর যাবত এরা বিনাবিচারে কারাগারে রয়েছেন। ন্যায় বিচারের স্বার্থে এসব বন্দিকে মুক্তি দিতে হবে।
সূত্র জানায়, গ্রেফতারের পর কারাগারে এখন পর্যন্ত ৫৪ জন ব্যক্তি মারা গেছেন।
মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়নি এমনকি সে সময় ১০ বছর বয়সছিল তাদেরকেও আসামি করা হয়েছে বলেও জানান তারা। দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে মিথ্যা মামলায় ভুক্তভোগীদের খালাস দেওয়ার দাবি জানান আইনজীবীরা।