বাংলাদেশ-পাকিস্তান সিরিজে আতহারসহ ধারাভাষ্যে যারা
অনলাইন ডেস্ক: কয়েকদিন পরই শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের ২ ম্যাচের টেস্ট সিরিজ। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠেয় এই সিরিজ উপলক্ষে পাঁচজন ধারাভাষ্যকার ও একজন উপস্থাপকের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ধারাভাষ্যকারদের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান। বাকি চারজনের তিনজন পাকিস্তানি ও একজন ইংল্যান্ডের। ধারাভাষ্য প্যানেলে একমাত্র নারী উরুজ মুমতাজ। চার ধারাভাষ্যকার হলেন- আমির সোহাইল (পাকিস্তান), বাজিদ খান (পাকিস্তান), নিক কম্পটন (ইংল্যান্ড) ও উরুজ মুমতাজ (পাকিস্তান)। এদিকে সিকান্দার বখত থাকছেন উপস্থাপকের ভূমিকায়।
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। করাচিতে দ্বিতীয় টেস্টটি আগামী ৩০ আগস্ট শুরু হবে। দুইটি ম্যাচই ‘আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫’ চক্রের অংশ।
দুই দলের স্কোয়াড
পাকিস্তান টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিটনেস সাপেক্ষে), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গোলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেট-রক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেট-রক্ষক) ও শাহীন শাহ আফ্রিদি।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।