হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হবে : নাহিদ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনে যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘খুনিদের বিচার অবশ্যই করা হবে বাংলার মাটিতে। তাদের কঠোরতম শাস্তির আওতায় আনা হবে।’

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুকড়ি গ্রামের নিহত সাজিদের (২৬) জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন।

নিহত সাজিদ ওই এলাকার জুরান আলীর ছেলে।
এ উপদেষ্টা আরো বলেন, ‘আজ সাজিদের আত্মত্যাগের কারণে আমরা নতুন স্বাধীনতা পাইছি। সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনো দিন ভুলবে না। সাজিদ দেশের জন্য জীবন দিয়েছে।

আজ থেকে সাজিদের পরিবারের সব দায়িত্ব আমি নিলাম।’
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুর, ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ও উপজেলা বিএনপি সভাপতি এস এম সোবাহান প্রমুখ।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ গত ৪ আগস্ট ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন। পরে গত ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Related Articles

Back to top button