আন্দোলন দমাতে বেপরোয়া কৃষি সচিবের শাস্তি দাবি
নিজস্ব প্রতিবেদক: ছাত্রদের আন্দোলন ঠেকাতে কৃষি কর্মকর্তাদের মাঠে নামানো কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের শাস্তি দাবি করেছেন কৃষিবিদরা। পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের ১৭টি সংস্থায় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও বঞ্চিত কর্মকর্তাদের যোগ্য পদে পদায়নের দাবিও করা হয়েছে।
গতকাল বুধবার রাজধানীর ফার্মগেটে খামারবাড়ির সম্মেলন কক্ষে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
ডিএইর অতিরিক্ত পরিচালক নাসির উদ্দিন বলেন, কৃষি সচিব ওয়াহিদা আক্তারের নিয়োগ বাতিল করা হলেও তাঁর স্বামী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও ডিএইর ডিজি বাদল চন্দ্র বিশ্বাসসহ চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত অন্য কর্মকর্তাদের অপসারণ করা হয়নি। গত ৪ আগস্ট কৃষি সচিব ও ডিএইর মহাপরিচালকের নেতৃত্বে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কর্মকর্তাদের মিছিল ও সমাবেশ করতে বাধ্য করা হয়েছিল; যা সরকারি চাকরিবিধির পরিপন্থি। গণহত্যার পক্ষে রাস্তায় অবস্থান নেওয়ায় সচিব ও ডিজিকে বিচারের মুখোমুখি করতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিএইর অতিরিক্ত পরিচালক রেজাউল করিম, উপপরিচালক মুহাম্মদ মাহবুবুর রশীদ এবং কৃষিবিদ ড. মো. আরিফ মাহমুদ মিতু প্রমুখ।