সব পুরুষকে ‘সম্ভাব্য ধর্ষক’ বললেন গুলশানারা

অনলাইন ডেস্ক: ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে পশ্চিমবঙ্গে। সেখানকার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘুম কেড়ে নিয়েছে সবার। সকল শ্রেণির মানুষ প্রতিবাদে সরব হয়েছেন। টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় নারীদের রাতের দখল নেওয়ার ডাক দিয়েছেন।

এবার অভিনেত্রী গুলশানারা খাতুন সরাসরি অভিযোগের তীর ছুঁড়েছেন পুরুষদের দিকে। পুরুষ বলতেই ধর্ষক মনে করছেন তিনি। সামাজিক মাধ্যমে লিখেছেন, “হ্যাঁ, আমি বিশ্বাস করি ‘পুরুষ মানেই সম্ভাব্য ধর্ষক।’আমি আবার বলছি, চিৎকার করে বলছি নিজেকে আনফ্রেন্ড করতে দ্বিধা বোধ করবেন না।”

এরপরই আবার লেখেন, “অবধারিতভাবেই আমি ধর্ষণের হুমকি পাচ্ছি আর ‘ভালো বন্ধু’দের থেকে ফোনও পাচ্ছি। ধর্ষক মানেই পুরুষ। ‘পুরুষ’ হলে ধর্ষক নন।” তবে গুলশানারার এমন মন্তব্য ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকেই করেছেন তীব্র বিরোধিতা। ‘ফুডকা’ ইন্দ্রজিৎ লাহিড়ী লিখেছেন, “এবারে আমি বলছি… আমাকে আনফ্রেন্ড, ট্রল, শাপশাপান্ত করতে পারেন। যদি চান।”

Related Articles

Back to top button