বক্স অফিসে মুখোমুখি তারা ৩ জন
অনলাইন ডেস্ক: বলিউড বক্স অফিসে সবসময় নায়কদের লড়াই দেখে এসেছে সিনেমাপ্রেমীরা। কখনো শাহরুখ-সালমা তো কখনো অক্ষয়-অজয়। জনপ্রিয় নায়কদের সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়া মানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা বক্স অফিসে। তবে এবারের লড়াইটা নায়কদের নয়, বরং নায়িকাদের একসঙ্গে মুক্তি পাচ্ছে তিন নায়িকার সিনেমা।
আগামীকাল ভারতের স্বাধীনতা দিবস। দিনটি কেন্দ্র করে দেশটিতে সরকারি ছুটি দেওয়া হয়। তাই সিনেমাপ্রেমী দর্শকদের জন্য এদিন মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা।
যার জন্য এ বছরের সবচেয়ে বড় সিনেমেটিক যুদ্ধের জন্যও প্রস্তুত নির্মাতারা। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত তিন সিনেমার কলাকুশলীরাও। এ ছাড়া দর্শকও দেখতে পাবেন তিন নায়িকার লড়াই।
শ্রদ্ধা কাপুর
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত হরর কমেডি চলচ্চিত্র ‘স্ত্রী’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর জুটির সিনেমাটি বক্স অফিসে ছিল ব্লকবাস্টার। কমেডির মোড়কে পর্দায় ভয়ের আবহ তৈরি করেছিল ‘স্ত্রী’। এবার এর দ্বিতীয় কিস্তি আসছে নতুন করে ভয়ের বার্তা নিয়ে। সিনেমাটি ১৫ আগস্ট ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমার ট্রেলারে এরই মধ্যে ছয় বছর আগের পুরোনো শ্রদ্ধাকে আবারও নতুন করে দেখেছেন দর্শক। ইতোমধ্যে অগ্রিম বুকিংয়ে বেশ সাড়া ফেলেছে এটি। বক্স অফিসেও সুপারহিট হওয়ার আভাস দিয়েছে।
‘স্ত্রী’ সিনেমা নিয়ে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেন, “আমি এই সিনেমার একজন ভক্ত। ‘স্ত্রী’ সিনেমাটি আমি কতবার যে দেখেছি তার হিসাব নেই। সেই জায়গা থেকেই সিক্যুয়েলটি নিয়ে আমি আশাবাদী। কাজটি করার অভিজ্ঞতাও দুর্দান্ত ছিল। কারণ সবাই পুরোনো কলিগ। কমেডি হরর গল্পের আরও একটি ফুল এন্টারটেইনমেন্ট সিনেমা আসছে। সবাই সিনেমাটি দেখবেন। আশা করছি প্রথম পর্বের চেয়ে এটি আরও বেশি ভালো লাগবে।”
তাপসী পান্নু
বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তাপসী পান্নু। বড় পর্দায় আসছে তার নতুন আরেকটি সিনেমা ‘খেল খেল মে’। ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে এটি। কমেডি ধাঁচের এ সিনেমা নির্মাণ করেছেন মুদাসসর আজিজ।
সিনেমাটি নিয়ে তাপসী বলেন, ‘এটি একটি ফ্যামিলি ড্রামা ও বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত সিনেমা। আমি কমেডি গল্পে কাজ করতে সবসময় ভালোবাসি। তাই মুদাসসর যখন আমাকে গল্প পাঠায়, গল্প পড়েই আমি হ্যাঁ বলে দিই। এ ছাড়া সিনেমায় অক্ষয় কুমার ও ফারদিন খানের মতো তারকা অভিনয় করেছেন। তাই কাজটি বেশ আনন্দ নিয়ে করেছি সবাই। একই দিনে আরও দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। তাই আরও বেশি আনন্দ লাগছে।’
তাপসী ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, ফারদিন খান ও বাণী কাপুরের মতো তারকা।
শর্বরী ওয়াঘ
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস কেন্দ্র করে মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল তিনটি সিনেমা। এর মধ্যে মুক্তির তালিকায় থাকা অ্যাকশন থ্রিলার ও ড্রামা ধাঁচের ‘বেদা’ আছে সবচেয়ে এগিয়ে। সিনেমাটিতে নায়িকা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শর্বরী ওয়াঘকে। এর আগে সিনেমার ফার্স্টলুক ও ট্রেলারে তিনি নজর কারেন সবার। সিনেমাটি নিয়ে বলিউড ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে শর্বরী বলেন, ‘সিনেমাটিতে আমি অভিনয় নিয়ে খুবই আশাবাদী। এর আগে এমন অ্যাকশন গল্পে কখনো অভিনয় করা হয়নি। ট্রেলার ও পোস্টার দেখে অনেকেই প্রশংসা করছেন। এ ছাড়া আমি দর্শকদের উদ্দেশে এটুকু বলতে চাই, এমন গল্পে আমাকে এর আগে দেখেননি কেউ। তাই সবাই থিয়েটারে যেয়ে সিনেমাটি দেখবেন। আশা করি আপনাদের সময় নষ্ট হবে না।’
সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহাম ও শর্বরী ওয়াঘকে। সিনেমাটি পরিচালনা করেছেন নিখিল আদভানি।