সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক ও তার স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব জব্দ
অনলাইন ডেস্ক: সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তার স্ত্রী লায়লা জেসমিন ও ছেলে অনির্বাণ জুনাইদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের ইন্টালিজেন্ট শাখা বিএফআইইউ।