জামালপুর থানা আক্রমণ- অল্পের জন্য রক্ষা পেল জামালপুর সদর থানা ও পুলিশ
জামালপুর প্রতিনিধি : ঘটনা ৫ই আগস্ট বিকাল অনুমান ৪ঘটিকার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল সারা দেশ। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর কয়েকশ অপরিচিত যুবক দেশীয় অস্ত্রশস্ত্র সহ সারা দেশের মত জামালপুর থানায়ও আক্রমণ করে।জামালপুর থানায় দায়িত্ব রত পুলিশ ও ডিবি সদস্যরা অত্যন্ত ধৈর্য সহকারে তাদের কে নিবৃত করার চেস্টা করে।
জামালপুর জেলার ডিবির ওসি কাজী শাহনেওয়াজ ও পুলিশ পরিদর্শক মুহাম্মদ বদরুল আলম খান ও পুলিশ পরিদর্শক ইমরান সংগীয় ফোসদের নির্দেশ দেন পুলিশ আইন মেনে পরিস্থিতি মোকাবেলা করার। আক্রমণকারীরা আরো ব্যাপরোয়া হয়ে উঠে। তারা পুলিশ সদস্যদের হত্যা ও থানা ভবনে আগুন দেওয়ার চেস্টা চালায়।দুবৃত্তরা থানা গেটে ভাংচুর চালায়।
এইসময় ধাওয়া পাল্টা হলে সবাই দিকবিদিক ছুটাছুটি করতে থাকে।এক পর্যায়ে পুলিশ পরিদর্শক মুহাম্মদ বদরুল আলম ও পুলিশ পরিদর্শক ইমরান থানার সাথে থাকা মসজিদে আশ্রয় নেয়।সেখানে ও তারা হামলা চালায়। এ সময় পুলিশ পরিদর্শক মুহাম্মদ বদরুল আলম খান আঘাত প্রাপ্ত হন। আবহাওয়া বৈরী থাকায় তাৎক্ষনিক ঝড়ো বৃস্টি হওয়ায় বিচক্ষণতায় বড় ধরনের দূরঘটনা হাত থেকে রক্ষা পান জামালপুর থানাও পুলিশ। বতর্মানে জামালপুরে থমথমে অবস্হা বিরাজ করছে।