নোয়াখালীতে বাস চাপায় নিহত মা-ছেলেসহ ৩
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৩ আগস্ট) সকালে বেগমগঞ্জ উপজেলার দোকানঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস।
দোকানঘর এলাকায় পৌঁছালে, সড়কের একপাশে কাজ চলমান থাকায় পার্শ্ববর্তী লেনে ঢুকে পড়ে বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই যাত্রী ও সিএনজি চালক। খাদে পড়ে যায় বাসটি। পালিয়ে যায় চালক ও হেলপার।