নিরপরাধ কাউকেই গ্রেফতার করা হচ্ছে না : ওবায়দুল কাদের
নিজেস্ব প্রতিবেদক: কোনো নিরীহ ব্যক্তিকে গ্রেফতার করা হবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শুধু সংখ্যা বাড়ানোর জন্য যেন কাউকে গ্রেপ্তার করা না হয় সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করেছি।
মঙ্গলবার (৩০ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি। বিভিন্ন সময় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত ১৪ দলের। আইনগত দিক ভালোভাবে দেখে বাস্তবায়ন করবে সরকার।