নিগারের উন্নতি, অবনতি নাহিদা–মারুফাদের
অনলাইন খেলা ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া মেয়েদের এশিয়া কাপে ভালো পারফর্ম করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ভারতের বিপক্ষে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া ম্যাচে খেলেছিলেন ৩২ রানের ইনিংস। এর আগে মালয়েশিয়ার বিপক্ষে করেছেন ৩৭ বলে অপরাজিত ৬২ রান।
এই পারফরম্যান্সের পর আইসিসি মেয়েদের টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছেন নিগার। বর্তমানে তাঁর অবস্থান ১৪ নম্বরে। ব্যাট হাতে নিগার এগোলেও বল হাতে পিছিয়েছেন বাংলাদেশের মেয়েরা।