রাজধানীসহ সারা দেশে বিজিবির টহল জোরদার

নিজস্ব  প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানীসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে আর সৃষ্টি না হতে পারে সে জন্য সোমবার (২৯ জুলাই) রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসহ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল জোরদার করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসহ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল জোরদার করা হয়েছে।

Related Articles

Back to top button