পিএসসিতে বিশেষ সভা, আলোচনায় নিয়োগ পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁসের তদন্তের অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) বিশেষ সভা ডেকেছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে পিএসসির চেয়ারম্যানের সভাপতিত্বে সভা শুরু হয়। পিএসসি’র একজন কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

ওই কর্মকর্তা বলেন, পিএসসি’র বেশ কিছু দাপ্তরিক কাজের প্রয়োজনে সভা দরকার ছিল। এ সব বিষয় সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া চলমান মুহূর্ত নানা নিয়োগ পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্র ফাঁস বিষয়টির তদন্তে অগ্রগতি, পিএসসিকে আরও গতিসম্পন্ন করার মতো বিষয়গুলো সভায় আলোচনা হওয়ার কথা আছে। সভা শেষ হলে এ সব বিষয় জানা যাবে।

Related Articles

Back to top button