এশিয়া কাপের ফাইনালে টস জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা।

নিজস্ব প্রতিবেদক: নারী এশিয়া কাপের নবম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। এ আসরের আয়োজক দেশ শ্রীলঙ্কা।

ডাম্বুলায় বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়েছে।

নারী এশিয়া কাপের উদ্বোধনী আসর থেকে ষষ্ঠ আসর পর্যন্ত টানা শিরোপা জিতে নেয় ভারত। ২০১৮ সালে সপ্তম আসরে ভারতকে হারিয়ে প্রথম শিরোপা জয়ের নজির গড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এরপর ২০২২ সালের আসরে ফের চ্যাম্পিয়ন হয় ভারত। গত আট আসরের মধ্যে ভারত শিরোপা জিতেছে সাতবার। নবম আসরে অষ্টম শিরোপা জয়ের লক্ষ্যে তারা।

অন্যদিকে শ্রীলঙ্কা প্রথম চার আসরে ফাইনালে খেলেও শিরোপা জিততে পারেনি। ভারতের বিপক্ষে হেরে যায়। সবশেষ আসরেও ভারতের সঙ্গে ফাইনালে হেরে যায় লঙ্কানরা।

নারী এশিয়া কাপের নবম আসরে এনিয়ে ষষ্ঠবার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে সেই ভারতকেই পেল শ্রীলঙ্কা। অতীতে পাঁচবার হেরে গেলেও এবার নিজেদের ঘরের মাঠে ভারতকে হারাতে বদ্ধপরিকর লঙ্কানরা।

শ্রীলঙ্কা একাদশ

বিশমি গুনারত্নে, চামারি অথাপাথু (অধিনায়ক), হর্ষিতা সামারাবিক্রমা, হাসিনি পেরেরা, আনুশকা সঞ্জীওয়ানি, কাবিশা দিলহারি, নীলাক্ষীকা সিলভা, ইনোশি প্রিয়দর্শনী, উদেশিকা, কুমারী ও জন শচীন নিসংসালা।

ভারত একাদশ

শেফালি ভার্মা, স্মৃতি মন্ধনা, উমা চেত্রি, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগস, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, রাধা যাদব, তনুজা কানওয়ার ও রেনু সিং।

Related Articles

Back to top button