রূপগঞ্জে পূর্বাচল ইয়ুথ ক্লাবের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী

সোহেল কবির, স্টাফ রিপোর্টার,নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক সংগঠন পূর্বাচল ইয়ুথ ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে  বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার পূর্বাচল নতুন শহরের ৫ নম্বর সেক্টর লেকপার্ক  সুলফিনা এলাকায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী(বীর প্রতিক)।

পূর্বাচল ইয়ুথ ক্লাবের সভাপতি ইমন হাসান খোকনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালাউদ্দিন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রিয়া, মাছুম চৌধুরী অপু, মনিরুজ্জমান ভূইয়া,ডিকেএমসির পরিচালক  নজরুল ইসলাম, সাংবাদিক এম. এ মোমেন, রিয়াজ হোসেন, রাসেল মাহমুদ,মাহবুব আলম প্রিয়,রিপন, সোহেল কবির,নুরে আলম ভুইয়া আকাশ,ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ,আরিফ খান জয়, সংগঠনের সাধারন সম্পাদক খোকন ভূইয়া,এ্যাডভোকেট রনি ভুইয়া, শাহীন ভূইয়া,সোহেল মাহমুদ,সেলিম রেজা,আবু সুফিয়ান,আজমির,নাঈম ইসলাম,রাকিব হাসান,সফিক,কামাল,তমাল হাসান, নাসিম ভুইয়া, আরো অনেকে। 

 এসময় প্রধান অতিথি গোলাম দস্তগীর গাজী তার বক্তব্যে বলেন, দেশে পর্যাপ্ত গাছপালা না থাকায় আবহাওয়া ও জলবায়ুর ব্যাপক পরিবর্তন হয়ে অনুভুত হচ্ছে। তিনি দেশের আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে গাছ লাগানোর আহবান জানান।

 অনুষ্ঠানে  উপস্থিত অতিথিরা স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ৩ শতাধিক বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়। পরে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের বিভিন্ন স্থানে অতিথিরা বৃক্ষ রোপন করেন।

Related Articles

Back to top button