কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা খোলা : প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা আছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে আপিল বিভাগের এজলাসে একটি মামলার শুনানির সময় এমন মন্তব্য করেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে পরামর্শ দিন, তারা কেন নির্বাহী বিভাগের কথা বলে? নির্বাহী বিভাগের যেকোনো সিদ্ধান্ত তো আদালতে চ্যালেঞ্জ হতে পারে। কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা। আপিল বিভাগে একটি মামলার শুনানিতে সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্টের নেতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি।