নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরার কমলপুরে ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় এবং কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।সোমবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী স্টেশন মাস্টার এ টি এম মুসা ও মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার আশরাত আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই পাঁচজনের মৃত্যু হয়েছে। সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা পাঁচটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহগুলো উদ্ধার করা হয়।নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. শহিদুল্লা।