সিলেটে টিলার মাটি ধসে আটকা ৩

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরের মেজরটিলার চামেলীবাগে টিলার মাটি ধসে চাপা পড়াছে তিন জন। সোমবার (১০ জুন) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৭টার দিকে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ভারী বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধাপাকা ঘরের ওপরে পড়েছে। এর নিচে তিন জন আটকা পড়েছেন।

সিসিকের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম জানান, এই বাসায় ২টি পরিবার থাকতো। ভূমি ধসে ঘরের নিচে দুই পরিবারের ছয় জন আটকা পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস এসে এক পরিবারের তিন জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরেছে। করিম নামের আরেক বাসিন্দা তার স্ত্রী, সন্তান নিয়ে চাপা পড়েছেন। বৃষ্টির কারণে উদ্ধার আভিযাগে বেগ পেতে হচ্ছে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান।

Related Articles

Back to top button