কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
কুমিল্লা প্রতিনিধি : জেলার বুড়িচং উপজেলায় সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন একই উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা।স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, রোববার সকাল ৮টায় স্থানীয়রা জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ভারত থেকে চিনি আনতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার বলেন, সকালে আমরা ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে জানতে পেরেছি। তার মরদেহ কাঁটাতার সংলগ্ন এলাকায় পাওয়া গেছে। তবে কি কারণে এমনটা ঘটেছে তা আমরা এখনও জানতে পারিনি।