বাজেট অধিবেশন শুরু, উত্থাপন কাল
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। তবে, বাজেট অধিবেশন কতদিন চলবে, তা ঠিক হয়নি সংসদীয় কার্য-উপদেষ্টা কমিটির সভায়। বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় বাজেট উত্থাপন করা হবে। জাতীয় সংসদের গণসংযোগ শাখা-১ বুধবার (৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছে।
কার্য-উপদেষ্টা কমিটির সভার পর বুধবার বিকেল ৫টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়। এর পর শোকপ্রস্তাব উত্থাপন ও দোয়া- মোনাজাত হয়। বর্তমানে সংসদে পশ্নোত্তর পর্ব চলছে।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট উত্থাপন করবেন। জাতীয় সংসদে উত্থাপনের পর প্রস্তাবিত এ বাজেটের ওপর সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা হবে। আগামী ৩০ জুনের মধ্যে বাজেট পাস হওয়ার কথা রয়েছে।