অরিত্রীর আত্মহত্যা: আবারও পেছাল মামলার রায়

নিজস্ব  প্রতিবেদক: বিচারক ছুটিতে থাকায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলার রায় আজ ঘোষণা করা হবে না। এ নিয়ে এ মামলার রায় পঞ্চমবার পেছাল। এ মামলার দুই আসামি হলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাময়িক বরখাস্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখাপ্রধান জিনাত আক্তার।

সোমবার ঢাকার ১২তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছিলেন। কিন্তু এদিন বিচারক ছুটিতে থাকায় রায় ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মশিউর রহমান। আইনজীবী মশিউর রহমান বলেন, আজ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। বিচারক ছুটিতে থাকায় রায় ঘোষণা হবে না। রায়ের পরবর্তী তারিখ পরে জানা যাবে।

Related Articles

Back to top button