শাহজালালে দুই কেজি স্বর্ণসহ বিমানের কেবিন ক্রু আটক

নিজস্ব  প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি স্বর্ণসহ সৌদি এয়ারলাইনসের এক কেবিন ক্রুকে আটক করা হয়েছে। তার নাম রোকেয়া খাতুন। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে সৌদি এয়ারলাইনসের sv-804 ফ্লাইটে রিয়াদ থেকে ঢাকায় আসার পর এপিবিএন কাস্টমস ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ৪০ বছর বয়সী রোকেয়া খাতুন সিরাজগঞ্জ জেলার অধিবাসী।বুধবার (২৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়া চৌধুরী। তিনি জানান, রোকেয়া সৌদি এয়ারলাইনসের একজন কেবিন ক্রু। তিনি রিয়াদ থেকে গতরাতে ঢাকায় আসেন।

গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তার শরীর থেকে ১১টি স্বর্ণের বার, আটটি স্বর্ণের চুরি এবং একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। যেগুলোর আনুমানিক ওজন এক কেজি ৯৭৯ গ্রাম। অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানান জিয়া চৌধুরী।

Related Articles

Back to top button