ইংল্যান্ড-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
অনলাইন ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চার ম্যাচ সিরিজে মুখোমুখি ইংল্যান্ডে ও পাকিস্তান। তবে সিরিজের প্রথম তিন ম্যাচের দুটিই বৃষ্টিতে ভেসে গেছে। মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টি পণ্ড হয়। কার্ডিফে এদিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। এর আগে এজবাস্টনে দ্বিতীয় ম্যাচে খেলা ২৩ রানে জিতে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
সোফিয়া গার্ডেনসে ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে থেকে ভারী বৃষ্টি শুরু হয়। ভেজা আউটফিল্ড এবং বৃষ্টি না থামায় তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ওভালে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।