ঘূর্ণিঝড় রেমাল নির্ঘুম রাত কাটলো উপকূলবাসীর

বাগেরহাট প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাগেরহাটে বৃষ্টির সঙ্গে বাতাস বইছে। জেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপরে পরার খবর পাওয়া গেছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে পুরো জেলা।স্থানীয়রা জানান, রোববার (২৬ মে) দিনের তুলনায় রাতে নদ-নদীর পানি আরও দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। এতে বেড়িবাঁধ ও সড়ক উপচে পানি লোকালয়ে ঢুকেছে। এ অবস্থায় আতঙ্কে নির্ঘুম রাত কেটেছে উপকূলবাসীর। মোড়েলগঞ্জ উপজেলার পুরাতন থানা এলাকার শাহিন সরদার বলেন, সারা রাত ঝড়বৃষ্টি হয়েছে। জোয়ারের পানিতে পুরো এলাকা ডুবে গেছে। অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছেন।

শরণখোলার তাফালবাড়ি এলাকার নাজমুল বলেন, মধ্যরাতে বাতাসের গতিবেগ বাড়তে থাকে। এলাকার অনেক গাছ ভেঙে গেছে। অনেকের ঘরের টিনের চাল উড়ে গেছে। এ অবস্থায় পরিবারের কেউ সারা রাত ঘুমাইনি। রায়েন্দা এলাকার রানা বলেন, রায়েন্দা বাজারে পানি থইথই করছে। গাছপালা ভেঙে একাকার। এখনও বাতাস ও বৃষ্টি হচ্ছে।

বাগেরহাটের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষয়ক্ষতি এড়াতে জেলায় ৩৫৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় ৭০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

Related Articles

Back to top button