পর্যটন খাতে অপার সম্ভাবনার নাম গোল্ডস্যান্ডস গ্রুপ
স্টাফ রিপোর্টার : দেশের পর্যটন খাতে বিনিয়োগের হাতছানি নিয়ে ও এই খাতের সার্বিক উন্নয়নে মহাপরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যেই অর্থনৈতিক গেম-চেঞ্জার হয়ে উঠেছে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের এই শহরগুলো বছরের অধিকাংশ সময়েই এমনভাবে পর্যটক দ্বারা পরিপূর্ণ থাকে যে কখনো কখনো সমুদ্রের ঢেউয়ের চেয়েও পর্যটকের সংখ্যা বেশি বলে মনে হয়। আর পর্যটন মৌসুমের সময় তো কথাই নেই। তখন পর্যটকদের ভীড় সামলাতে রীতিমতো হিমশিম খেয়ে যান এই শহর দুটির হোটেল-মোটেলের মালিক-কর্মকর্তা-কর্মচারিরা।
এসব বিষয়কে মাথায় রেখেই দেশী-বিদেশী পর্যটকদের স্বস্তি দিতে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে বিশেষ অবদান রাখার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় হোটেল ডেভোলপার প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপ। গোল্ডস্যান্ডস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড পর্যটন নগরী কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটক ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্পের অংশ হিসেবে তারা নির্মাণ করছে আন্তর্জাতিক মানের বিলাসবহুল ৫ তারকা হোটেল। যেখানে মালিকানা ক্রয় করে যে কেউই হতে পারেন ৫ তারকা হোটেলের গর্বিত অংশীদার। গোল্ডস্যান্ডস গ্রুপের হোটেল-স্যুট বা আংশিক মালিকানা ক্রয়েই পাওয়া যাবে সাফ-কবলা রেজিস্ট্রেশন।
যেখান থেকে বছরজুড়েই আসবে নিশ্চিত মুনাফা ও হালাল আয়। মালিকানার পাশাপাশি গ্রাহকরা উপভোগ করতে পারবেন হোটেলের বিভিন্ন সুযোগ-সুবিধা। পাশাপাশি থাকছে গোল্ডস্যান্ডস গ্রুপের রিওয়ার্ড মেম্বার কার্ডের মাধ্যমে বিভিন্ন রিটেইল আউটলেট ও রেস্টুরেন্টের ডিসকাউন্ট সুবিধা। গোল্ডস্যান্ডস গ্রুপের আর্কিটেকচারিয়াল ডিজাইন করছে সিঙ্গাপুরের ওয়ার্ল্ড ক্লাস আর্কিটেক্ট প্রতিষ্ঠান সুরভানা-জুরং, যারা আধুনিক আরবান ইনফ্রাস্ট্রাকচার তৈরীতে বিশ্বসেরা। এসব বিষয়ে গোল্ডস্যান্ডস গ্রুপের কর্পোরেট হেড অফিস ৪৭, নাসা হাইটস, গুলশান-১, ঢাকা থেকে বিস্তারিত জানা যাবে। এর পাশাপাশি গোল্ডস্যান্ডস গ্রুপের মহাখালী, ধানমন্ডি, উত্তরা, চট্টগ্রামের আগ্রাবাদ ও খুলশী অফিস থেকেও বিস্তারিত তথ্য ও হোটেল-স্যুটের মালিকানা ক্রয় করা যাবে।