সিঙ্গাপুরে যুদ্ধবিমান বিধ্বস্ত

অনলাইন  ডেস্ক: রিপাবলিক অব সিঙ্গাপুর এয়ার ফোর্সের (আরএসএএফ) একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৮ মে) উড্ডয়নের পরপরই টেঙ্গাহ বিমান ঘাঁটিতে বিমানটি বিধ্বস্ত হয়।সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে উড্ডয়নের সময় বিমানটি ‘একটি সমস্যা’র মুখে পড়ে।

মন্ত্রণালয় বলেছে, ‘পাইলট সফলভাবে বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন এবং এরপরই টেঙ্গাহ এয়ার বেসের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।’প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘পাইলট জ্ঞান হারাননি এবং হাঁটতে পারছেন। তিনি চিকিৎসা নিচ্ছেন। এ দুর্ঘটনায় অন্য কোনো কর্মী আহত হননি।’ এ ঘটনায় তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই তা জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে সিঙ্গাপুর-ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ’র প্রতিবেদনে।

এদিকে, সিএনএ’র সাংবাদিকরা দুপুর আড়াইটার দিকে টেঙ্গাহ বিমান ঘাঁটিতে গেলেও সেখানে কোনো ‘লক্ষণীয় কার্যকলাপ’ দেখা যায়নি। এছাড়া বিমান ঘাঁটির প্রবেশপথে থাকা ইউনিফর্মধারী কর্মীরাও মিডিয়ার সাথে কথা বলতে রাজি হননি। সিঙ্গাপুর প্রায় ৩০ বছর ধরে এফ-১৬ পরিচালনা করে আসছে।

Related Articles

Back to top button