কেরানীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নির্বাচন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: ঢাকা কেরানীগঞ্জ উপজেলার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন বামাফা ও আইনী সংস্থা আসক ফাউন্ডেশনের বাৎসরিক নির্বাচন সম্পুর্ন হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সাংবাদিক দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহিন চৌধুরী সভাপতি সহ-সভাপতি বিজয়ী হয়েছেন মোহাম্মদ জাহিদ হোসেন,সাংগঠনিক সাধারণ সম্পাদ বিজয়ী হয়েছেন মোঃ মাসুদ,যুগ্ম সাধারণ সম্পাদক বিজয়ী হয়েছেন খোরশেদ আলম,সাংবাদিক সম্পাদক জহিরুল ইসলাম মিঠু।
সকলের জন্য সুভ কামনা জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ সকল নেতৃবৃন্দ।কেরানীগঞ্জ সহ বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্মকর্তাগন অভিনন্দন জানিয়েন।দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রেস ক্লাবের সাংবাদিকগন।ঢাকা থেকে অভিনন্দন জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক ফোরামের সাংবাদিকগন। মোঃ মাসুদ সাধারণ সম্পাদকেরবিজয়ের মালা পরে তিনি বলেন আমরা মানবাধিকার কর্মী সব সময় সাধারণ মানুষের পাশে দারিয়েছি ইনশাআল্লাহ থাকবো মানবাধিকার রক্ষা করবো।
বিপুল ভোটে বিজয়ী সহসভাপতি মোঃ জাহিদ হোসেন তিনি বলেন আমি বিজয়ের মালা পড়েছি গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোন অপশক্তি আমাদের দাবিয়ে রাখতে পারবেনা,মানুষ ভালো কাজ করলে অনেকের ভালো লাগেনা বিপদ এবং নিন্দনীয় কথা বলে বেড়ান। আমরা তোয়াক্কা না করে সভাপতি স্যারের হাত ধরে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ।