দুর্নীতির দায়ে পদ হারালেন ইসলামপুর পৌর মেয়র

জামালপুর প্রতিনিধি: দুর্নীতির অভিযোগে জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব আব্দুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পৌর মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে পৌরসভা বা রাষ্ট্রের হানিকর কার্যকলাপে জড়িত থাকা এবং অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১(১) ইসলামপুর পৌরসভার মেয়র পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।’ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়। এর আগে, পৌর মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে ইসলামপুর পৌরসভার ১১ জন কাউন্সিলর স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গুদামের মালামাল লুটপাট, আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগ আনেন।

Related Articles

Back to top button