বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক গত ২৫ এপ্রিল সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নীতি নির্ধারণী সভা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জাফর হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র ভাইচ চেয়ারম্যান রোকসানা রলি, আবু হানিফ, সুব্রত দেব চৌধুরী, মহাসচিব মো. মহিউদ্দীন স্বপন, সিনিয়র জাতীয় সমন্বয়কারী মো. নুর উদ্দীন খান সাগর, সমন্বয়কারী মো. মহিবুল্লাহ সোহেল, সমন্বয়কারী অ্যাডভোকেট নাসরিন সুলতানা, কাজী মো. কায়ছার উদ্দীন, এইচ, এম ইউসুফ, প্রকৌশলী সাইদুল ইসলাম, ফরিদা আক্তার কাজল, জোনাফ খানম সাইকা, মো. মনজুরুল ইসলাম সাগর, নাছির উদ্দিন জসীম।

সভায় সংস্থার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও মানবিক সেবা জোরদার করার লক্ষ্যে আগামী ২৮ শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ উপলক্ষে ‘স্মার্ট লিগ্যাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে ‘সমতা প্রকল্পের’ আওতায় ট্রানজেন্ডার জনগোষ্ঠি নিয়ে সকাল ১১ টায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা আয়োজন করার সিদ্ধান্ত।

Related Articles

Back to top button