বউভাতে গিয়ে দুর্ঘটনা, একে একে মারা গেলেন ৩ ভাই

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মামাতো বোনের বউভাতের অনুষ্ঠানে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত জাওহার আমিন লাদেন (১৮) নামে এক কলেজছাত্র মারা গেছেন। এর আগে দুর্ঘটনায় দুইজন নিহত হন। এ নিয়ে নিহত বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। নিহতরা মামাতো-ফুফাতো ভাই। বুধবার (২৪ এপ্রিল) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাওহার আমিন লাদেনের মৃত্যু হয়।

তিনি বড়াইগ্রামের গোপালপুর গ্রামের মাদরাসা শিক্ষক মাওলানা রুহুল আমিনের ছেলে। এর আগে, গত ১৫ এপ্রিল ধামানিয়াপাড়া গ্রামে বোনের বউভাতের অনুষ্ঠানে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন জাওহার আমিন লাদেন, আকিব হাসান ও খায়রুল বাশার ছাগির। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকিব হাসান ও খায়রুল বাশার ছাগির। নিহতরা মামাতো-ফুফাতো ভাই।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম খান বলেন, বোনের বউভাতের অনুষ্ঠানে গিয়ে জাওহারসহ তিন ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজনই আহত হন। খবর পেয়ে স্বজনেরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনই মারা যান।

Related Articles

Back to top button