দুই জেলায় হিটস্ট্রোকে ২ জনের মৃত্যু

অনলাইন  ডেস্ক: তীব্র থেকে তীব্রতর দাবদাহে পুড়ছে সারাদেশ। অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। এই তীব্র দাবদাহে পাবনা ও চুয়াডাঙ্গায় হিট স্ট্রোক করে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দিন পাবনা জেলার ঈশ্বরদীতে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে চুডাঙ্গায় আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, শনিবার (২০ এপ্রিল) দুপুরে পাবনা শহরের রুপকথা রোডে একটি চায়ের দোকানে চা পান করার সময় হিট স্ট্রোক করেন তিনি। মৃত সুকুমার দাস (৬০) শহরের শালগাড়িয়া জাকিরের মোড়ের বাসিন্দা।

এদিকে এর আগে, পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার দামুড়হুদায় একই কারণে মারা যান এক কৃষক। সকালে ধানের ক্ষেতে সেচ দিতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির হোসেন (৩৩) দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আমির হোসেন ছেলে। এছাড়া তিনি ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।

Related Articles

Back to top button