সাবেক সচিব প্রশান্ত কুমার কারাগারে

নিজস্ব  প্রতিবেদক:  সোয়া কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় সচিব প্রশান্ত কুমার রায়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক আসসামছ জগলুল হোসেন রোববার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রশান্ত কুমারের আইনজীবী রফিকুল হোসেন বলেন, গত বছরের ১৮ জুলাই হাইকোর্ট সাবেক এই সচিবকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে আমরা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বেশ কয়েকবার শুনানির জন্য সময় চাই। এই আদালত সময় আবেদন মঞ্জুর করেছিলেন। আমরা উচ্চ আদালতের দেওয়া জামিনের শর্ত ভঙ্গ করিনি। এখন আমরা আবার হাইকোর্টে যাব তার জামিনের জন্য।

রোববার জামিন আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মীর আহমেদ আলী সালাম।

‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের’ সাবেক পরিচালক প্রশান্ত কুমারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ২৫ লাখ ৪০ হাজার ২৪৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ২০২৩ সালের ৫ জুন ঢাকায় এ মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান। প্রশান্ত কুমারের বাড়ি খুলনার বাটিয়াঘাটা থানার গোপ্তমারী গ্রামে। ঢাকায় থাকেন মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং সোসাইটির ৫ নম্বর রোডের ৩ নম্বর বাড়িতে।

Related Articles

Back to top button