চকবাজারে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব  প্রতিবেদক: পুরান ঢাকার চকবাজারে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সোয়া ৬টায় বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান শিকদার। এর আগে রাত সাড়ে ৩টার দিকে সেখানে আগুন লাগে।

শাজাহান শিকদার জানান, আগুনের খবর পেয়ে রাত ৩টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরপর আরো ৮টি ইউনিট যোগ দেয়। তবে কী কারণে আগুন লেগেছে, কোথা থেকে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে তা কিছু জানাতে পারননি তিনি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Related Articles

Back to top button