স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুই টাইগার

অনলাইন  ডেস্ক: চট্টগ্রামে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুরু থেকেই আজ সফরকারীদের চাপে রেখেছেন বাংলাদেশি বোলাররা। শেষ পর্যন্ত শ্রীলংকা ৫০ খেলে ২৩৫ রান করতে সক্ষম হয়।এদিকে আজকের অঘোষিত ফাইনাল ম্যাচে বাংলাদেশের দুইজন খেলোয়ারকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে। তারা হলেন মুস্তাফিজ ও জাকের। তাসকিন আহমেদের শর্ট ডেলিভারি পুল করার চেষ্টায় হাওয়ায় ভাসান প্রামোদ মাদুশান। ছুটে আসেন এনামুল হক ও জাকের আলি। বলের ওপর নজর রেখে ক্যাচ নেন এনামুল।

ততক্ষণে কাছাকাছি চলে আসা জাকেরও তাকিয়ে ছিলেন বলের দিকে। শেষ মুহূর্তে তার ধাক্কা লাগল এনামুলের সঙ্গে। তীব্র ব্যথায় আর উঠে দাঁড়াতে পারলেন না জাকের। স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে।এর আগে নিজের কোটার শেষ ওভার করতে এসে পায়ের চোটে মাঠ ছাড়েন মুস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলটি ‘ওয়াইড’ করেন বাঁহাতি পেসার। পরে পায়ে অস্বস্তি অনুভব করেন। দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছিল তার। তাই তাকে মাঠ থেকে বাইরে নেওয়ার জন্য স্ট্রেচার আনা হয়। এক ওভার বাকি থাকতেই মাঠ ছেড়ে যান মুস্তাফিজ। আজকের ম্যাচে জিততে, অর্থাৎ সিরিজ নিজেদের করে নিতে হলে টাইগারদের ২৩৬ রান করতে হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগে ১-১ পয়েন্টে ড্র অবস্থায় রয়েছে।

Related Articles

Back to top button