নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৪

সোনারগাঁও প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ডাকাত সন্দেহে গণপিটুনিতে এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।এছাড়া পিটুনিতে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে দু’জনকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।আহতরা হলেন, মাহমুদ ও জাকির হোসেন। মাহমুদের বাড়ি আড়াইহাজারে এবং জাকিরের বাড়ি সোনারগাঁওয়ে। রোববার (১৭ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাগরি গ্রামে পিটুনির এ ঘটনা ঘটে।সোনারগাঁয়ের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসাইন (সার্কেল-খ) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ বিল্লাল হোসেন জানান, রোববার দিনগত রাতে বাগরি গ্রামের বিলে অপরিচিত ১০/১২ জন লোককে একসঙ্গে দেখতে পেয়ে স্থানীয়রা মসজিদে খবর দেয়। এরপর মসজিদের মাইকে ডাকাত দলের উপস্থিতির খবর প্রচার করা হলে স্থানীয় বাসিন্দারা চারদিক থেকে তাদের ঘিরে গণপিটুনিতে দিতে শুরু করে।এতে ঘটনাস্থলেই ৩ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান।

গুরুতর আহত অবস্থায় আরেকজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এর আগে শুক্রবার (১৫ মার্চ) দিনগত রাতে সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজরদি (কুন্দেরপাড়া) এলাকার মৃত শামসুল হক মাস্টারের বাড়িতে এবং একই গ্রামের ইসলাম মুন্সির বাড়ির দুই পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় প্রতিবাদ করলে ডাকাতরা ধারালো চাপাতি দিয়ে ইসলাম মুন্সির হাতে, পায়ে ও মাথায় কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

Related Articles

Back to top button