সিলেটে সড়ক-রেল-আকাশ পথে ভোগান্তির প্রতিবাদে এক ঘণ্টার ‘ডেডলক’ কর্মসূচি

অনলাইন ডেস্ক: সিলেটের সড়ক, রেল ও আকাশ পথে ভোগান্তির প্রতিবাদে এক ঘণ্টার জন্য কর্মসূচি প্রায় অচল ছিল সিলেট নগরী। রোববার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বন্ধ ছিলো নগরের বেশিরভাগ দোকানপাট ও বিপনীবিতান। যান চলাচলও ছিলো সীমিত। এমন কি গলি পথেরও দোকান পাট বন্ধ ছিল।
সিলেট-ঢাকা মহাসড়ক দ্রুত সংস্কারসহ আট দাবিতে এই সময়ে সিলেট নগরে প্রতিকী অনশন ও কর্মবিরতি পালন করা হয়। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর এই ‘একঘণ্টার ডেডলক’ কর্মসূচী আহ্বান করেন।
সিলেট-ঢাকা সড়কের দুই পাশের জমি অধিগ্রহণ জটিলতায় সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতের কাজ আটকে আছে। ফলে ভাঙাচোরা সড়কে প্রতিনিয়ত লেগে থাকছে দীর্ঘ যানজট। এই পথে যাতায়াতে ৫ ঘণ্টার স্থলে ১২ ঘণ্টার সময় ১৬ ঘণ্টাও লাগে।
এছাড়া জারাজীর্ন রেললাইন। ট্রেনেও টিকিট সংকট। বর্ধিত বিমান ভাড়ার কারণেও ভোগান্তি পোহাতে হচ্ছে সিলেট অঞ্চলের মানুষেরা। এসব কারণে ক্ষুব্ধ এ অঞ্চলের মানুষজন।
এইদিকে এক ঘণ্টার ‘ডেডলক’ কর্মসূচী চলাকালে নগরের কোর্টপয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে থেকে দাবি আদায়ে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। সকালে কোর্ট পয়েন্টে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন। এই সমাবেশে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি বারবার বলে আসছি- এখন আর চুপ করে থাকা সময় নয়। ঢাকা-সিলেট মহাসড়ক, রেল ও আকাশপথের দীর্ঘদিনের দুর্ভোগ ও অবহেলা সিলেটবাসীকে জিম্মি করে রেখেছে। আমরা আগামী ১৫ দিনের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন দেখতে চাই।’
তিনি বলেন, যদি এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় এবং সিলেটবাসীর প্রতি বৈষম্য অব্যাহত থাকে, তবে আমি সিলেটের জনগণকে সংগঠিত করে আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো-এবং এর দায় বর্তমান সরকারেরই নিতে হবে।’
সমাবেশে বক্তারা আরও বলেন, সড়কপথ, রেলপথ, আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় বৃহত্তর সিলেটবাসীর জন্য দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্য আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, রেলপথে বগি সঙ্কট ও টিকিট কালো-বাজারি আর আকাশপথে বিমানের টিকিট মূল্য আকাশচুম্বী করে সিলেটকে অর্থনৈতিকভাবে শোষণের যাঁতাকালে ফেলা হয়েছে।
সমাবেশ থেকে ৮ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা। সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও বগি চালু করা। রেল টিকিট কালোবাজারি বন্ধ করা। সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া যৌক্তিক পর্যায়ে আনা। সিলেটের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগব্যবস্থার দ্রুত উন্নয়ন ও টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করা।
সোমবার হুমায়ূন রশীদ চত্বরে গণ-অবস্থান:
এদিকে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ঘোষণা দিয়েছেন, সিলেট-ঢাকা মহাসড়কেরসিংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে সোমবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে ‘ঢাকা-সিলেট মহাসড়কের সূচনাস্থলের দুই পাশে গণ-অবস্থান ও মানববন্ধন’ কর্মসূচি পালন করা হবে।




