ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন যাত্রী নিহত

নিজস্ব  প্রতিবেদক:  ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে তিনজন মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছে ১০ জন। শুক্রবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার বাবনা তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন পাবনার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের শফিকুল ইসলাম সুরুজ (৪৫)। ঘটনাস্থলেই মারা যান তিনি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমরান ট্রাভেলস বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। বাসটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়ে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে দুজন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ যাত্রী। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই আবু সাঈদ বলেন, বাসটি সড়কের ওপর উল্টে গেলে ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। অন্য দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

Related Articles

Back to top button