মালয়েশিয়ায় ট্রেন দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

নিজস্ব  প্রতিবেদক:  মালয়েশিয়ার উতামা জেদ হিল ট্র্যাকসের কেটিএম ট্রেন লাইনে একটি কমিউটার ট্রেনের আঘাতে ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে৷ রোববার (মার্চ ০৩) গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। সেলানগন ফায়ার অ্যান্ড রেস্কু বিভাগের পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জরুরি ফোন পেয়ে কাজাং স্টেশন থেকে ৫ জন উদ্ধারকর্মীসহ একটি উদ্ধার ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের দেহ ট্রেনের নিচে আটকে ছিল না বরং ট্রেন লাইনের পাশে ছিটকে পড়েছিল। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল টিম তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহ এবং দুর্ঘটনার বিষয়টি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Related Articles

Back to top button