নতুন ইন্ডিয়ান আইডল হলেন বৈভব গুপ্তা

বিনোদন  ডেস্ক:  তিন মাসের বেশি দীর্ঘ সফর শেষ হলো। গতকাল রবিবার জানা জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের ১৪ নম্বর সিজনের চ্যাম্পিয়নের নাম। এবারের ট্রফি উঠেছে কানপুরের বৈভবের হাতে। ৩ মার্চ ছিল গানের ইন্ডিয়ান আইডলের ১৪ নম্বর সিজনের গ্র্যান্ড ফিনালে। টপ সিক্স দিয়ে শুরু হয় ফাইনালের অনুষ্ঠান। টপ সিক্সে নাম ছিল ফরিদাবাদের আদ্য মিশ্র, কলকাতার অনন্যা পাল ও শুভদীপ দাস চৌধুরী, বেঙ্গালুরুর অঞ্জনা পদ্মনাভন, কানপুরের বৈভব গুপ্তা, রাজস্থানের পীযুশ পানওয়ার-এর। সবাইকে হারিয়ে শিরোপা জেতেন বৈভব।

ইন্ডিয়ান আইডল ১৪-র ট্রফির সঙ্গে ২৫ লাখ টাকা ও একটি মারুতি সুজুকি ব্রেজা গাড়ি উপহার হিসেবে পেয়েছেন বৈভব গুপ্তা। বৈভব জানান, শো-এর ট্রফি জেতা তার কাছে স্বপ্নের চেয়ে কম নয়। প্রয়াত মা-কে মনে করেন তিনি। বলেন, এতদূর আসতে পারব ভাবিনি। তবে যখন এসেছি একদিন আমার সেই স্বপ্নও পূরণ হবে বলে আসা রাখি। এবারের সিজনে বিচারকের আসনে ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও কুমার শানু। অনুষ্ঠানে ‘পরম সুন্দরী’, ‘ঘর মোরে পরদেশিয়া’ গেয়েছেন শ্রেয়া। সোনু নিগামের সঙ্গে ডুয়েটে শ্রেয়া গেয়েছেন ‘পিয়া বোলে’, ‘তু বাস দে দে মেরা সাথ’। কুমার শানু গেয়েছেন ‘পাগল মজনু দিওয়ানা,’ ‘দেখা তেরে মাস্ত নিগাহে’র মতো গান।

তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস

Related Articles

Back to top button