এ্যাস্কেপের নির্বাহী পরিচালকের সাথে মানবাধিকার সংগঠক মোঃ রেজাউল করিমের সাক্ষাৎ
একেএম,রুহুল আমীন স্বপন : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত ২০ ই ফেব্রুয়ারি ইউনাইটেড নেশনস কনফারেন্স সেন্টার বিল্ডিং এ অনুষ্ঠিত ইউনাইটেড নেশন ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক (ইএসসিএপি) আয়োজিত এশিয়া প্যাসিফিক ফোরাম অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) শীর্ষক আলোচনায সভায় বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকার কর্মী “আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন” এর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক, “ সার্ক হিউমান রাইটস ফাউন্ডেশন”ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর জেনারেল সদস্য মোঃ রেজাউল করিম এ্যাস্কাপের নির্বাহী পরিচালক আরমিদা সালসিয়া আলীযাবানা এর সাথে এশিয়া প্যাসিফিক
ফোরাম অন সাস্টেজেবল ডেভেলপমেন্ট (এসডিজি) প্রোগ্রাম ইউনাইটেড নেশনস্ কনফারেন্স সেন্টারে এক সৌজন্য সাক্ষাৎ করেনI উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক বিষয়ের আলোচনার পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে এশিয়ার প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের প্রতিনিধি ছাড়াও ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং তারা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন । এসডিজি প্রোগ্রামের মধ্যে ,দারিদ্র বিমোচন ,ক্ষুধা শুন্যের কোঠায় নামিয়ে আনা,ভাল স্বাস্থ্যসেবার ব্যবস্থা ,স্বচ্ছ পানি ও সেনিটাইজেশন ব্যবস্থা, টেকসই উন্নয়নের লক্ষ্য ৪ টা সহ শালিন কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ১৭ টি টেকসই উন্নয়নের লক্ষ্যে ২০১৫ সালে গঠিত বিষয় নিয়ে আলোচনা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর আজনিজাম বিন আব্দুর রাশিদ, ইন্দোনেশিয়ার ন্যাশনাল ক্যাপিটাল অথরিটি প্রধান ডক্টর দিয়ানী সাদিয়া আতি, ইন্দোনেশিয়ায় নিযুক্ত জাতিসংঘের প্রধান মিস বুতসম্যান, থাইল্যান্ডের আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক কো-অপারেটেড অর্গানাইজেশন এর জুরাপাস পিতাক্সেতাকারান,থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্টার কাজী ইমতিয়াজ আহমেদ সহ আরো অনেক। তিন দিনের অনুষ্ঠান শেষে মো: রেজাউল করিম ২৩ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্যে ব্যাংক ত্যাগ করেন