বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনটি থেকে এপর্যন্ত ১৫ জনকে জীবিত করা হয়েছে।

এরশাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এদিকে একজন প্রত্যক্ষদর্শী জানান, ভবনটির পাঁচতলা পর্যন্ত সব ফ্লোরে আগুন দেখা যাচ্ছে। মনে হচ্ছে ভেতরে অনেক লোক আটকা পড়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া সাংবাদিকদের বলেন, ছয়তলা ভবনের দুইতলায় কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লেগেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Related Articles

Back to top button