পিলখানায় হত্যাকাণ্ডের পেছনের ইতিহাস আমরা আজও জানি না: মঈন
নিজস্ব প্রতিবেদক: ১৫ বছর আগে বিডিআর-এ যে শোকাবহ ঘটনা ঘটেছিল, সেই ক্ষত নিয়ে আজও বাংলাদেশের মানুষের বুকের রক্ত ঝরে পড়ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা আজও জানি না, এই ঘটনার পেছনের ইতিহাস কি। আমরা সেই শোক বয়ে নিয়ে বেড়াচ্ছি।
রোববার বনানী কবরস্থানে পিলখানায় সেনাহত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে বিএনপির শ্রদ্ধা ও ফাতিহা পাঠ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে। মঈন খান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এমন ঘটনা ঘটেনি যেখানে একই স্থানে একসঙ্গে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। এই ঘটনা কীভাবে ঘটেছে, এই ঘটনার পেছনে কি ছিল? আজকে বাংলাদেশের মানুষ সেই সত্যি জানতে চায়।বাংলাদেশে প্রতিটি নাগরিক যেন সুষ্ঠু বিচারের মাধ্যমে ন্যায় বিচার পায় এমন প্রত্যাশা করেন মঈন খান।